মনের মত হেয়ার স্টাইল
হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরও কত কী, সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্যাশন বা স্টাইলই করতে ইচ্ছা হোক না কেন, সবচেয়ে জরুরী হচ্ছে একটা ভালো ও মানানসই হেয়ার কাট, কেননা চুলের আকার-আকৃতি ঠিক না থাকলে কোন রকম স্টাইলই ফুটে উঠবে না। চেহারার ভিন্নতা, চুলের প্রকৃতি ও ব্যক্তিত্বের কথা মাথায় রেখে কার জন্য কেমন হেয়ার স্টাইল-
প্রথম ধাপ-
এমন হেয়ার কাট বছাই করুন যা আপনার চেহারার সৌন্দর্য্য বর্ধন করে-
সাধারণত, চেহারার সাথে বৈপরীত্ব রেখেই হেয়ার কাট করা হয়ে থাকে। নামী-দামী হেয়ার স্টাইলিস্টরা এ নিয়ম মেনেই ভিন্ন ভিন্ন গ্রাহকদের ভিন্ন ভিন্ন হেয়ায় স্টাইল তথা হেয়ার কাট সাজেস্ট করে থাকেন।
আপনার চেহারার আকার সম্পর্কে জানুন-
চেহারার আকার জেনে ফেললেই হেয়ার স্টাইল নিয়ে আপনার বহুবিধ সমস্যার সমাধান হয়ে যাবে এক নিমিষেই; অনেকের কাছে হয়ত নিজের চেহারার আকার নির্ণয় করাটাই কঠিন কাজ। কিন্তু দেখুন এটি আসলেই কত সহজ। প্রথমেই সমস্ত চুল মুখের কাছ থেকে সরিয়ে নিন এবং আঁচড়ে বেঁধে নিন। এবার আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়াবেন একটুও আঁকাবাঁকা হওয়ার চেষ্টা করবেন না। এবার লিপস্টিক বা বডি বাটার দিয়ে আয়নায় ফুটে উঠা আপনার প্রতিচ্ছবিতে আউটলাইন করুন (শুধু মুখমন্ডল)।
গোলাকার মুখমন্ডল-
এ ধরনের চেহারাতে গোলাকৃতির গাল লক্ষ্য করা যায়, কপাল ও থুতনি থাকে চওড়া এবং চিকবোনও বেশ চওড়াই হয়ে থাকে। চেহারার ধরণ এমনটি হলে থুতনির নিচ পর্যন্ত লং বব, কাঁধ অবধি লং লেয়ার কিংবা স্টেপ উইথ ফ্রন্ট লেয়ারও কাটতে পারেন। সোজা লম্বা চুল বা ছোট আকৃতির বব কাট দেয়া থেকে বিরত থাকুন।
চৌকোণাকার মুখমন্ডল-
সম্পূর্ণ মুখমন্ডল চওড়া, কোণাকার চোয়াল, প্রশস্ত চিকবোন ও চওড়া কপালের অধিকারীদের মুখমন্ডলকে চৌকোণাকৃতি ধরা হয়। আপনারা চাইলে কার্ল, লং বা স্লীক লেয়ার কিংবা ব্যাঙস উইথ ইউ লেয়ার কাট দিতে পারেন যা কিনা পিঠ পর্যন্ত যাবে না বরং চোয়ালের গোড়া অবধি থাকবে আর এতে আপনার চোয়াল সুন্দর দেখাবে।
ডিম্বাকৃতি মুখমন্ডল-
এটি দেখতে অনেকটা গোলাকার মুখের মতই তবে আরো একটু লম্বা ধরনের। এ ধরনের চেহারার সাথে যে কোনও হেয়ার কাট ভীষণ মানানসই। তাই আপনার পছন্দের যে কোনও কাট ট্রাই করতে পারেন।
পানপাতাকৃতি মুখমন্ডল-
এদের ক্ষেত্রে সরু থুতনি ও চওড়া কপাল লক্ষ্যণীয়। চিকবোন কপালের মত বা তার চেয়েও বেশি প্রশস্ত হয়ে থাকে। যে কোনও ধরনের ব্যাঙস কাট আপনাকে ভালো মানাবে ,তবে লং লেয়ার করা থেকে বিরত থাকুন।
বরফি আকৃতি মুখমন্ডল-
এমন মুখে শুধু প্রশস্ত চিকবোন দেখা যায় এবং কপাল ও থুতনি তুলনামূলক ভাবে সরু হয়। সামনে শর্ট ব্যাঙস ও পেছনে লেয়ার কাটুন।
লম্বাকৃতি মুখমন্ডল-
লম্বা মুখমন্ডলের ক্ষেত্রে কপাল, চিকবোন, থুতনি সমান আকৃতির হয়ে থাকে। যে কোনও হেয়ার কাটকেই শর্ট করে কাটলে এমন মুখে মানিয়ে যায়। যেমন-সাইড ব্যাঙস, ববস, ইত্যাদি। ঢেউ খেলানো কার্লি স্টাইলও ভালোই যায় এমন চেহারায়।
এবার আপনার চেহারার গঠন, চুলের প্রকার, যত্নআত্নির কথা বিবেচনা করে একটা ফাইনাল হেয়ার কাট বেছে নিন এবং পছন্দ মত কোন পার্লার বা সেলুন এ গিয়ে দিয়ে নিন আপনার উপযুক্ত হেয়ার কাটটি। আপনার মূল্যবান চুল থাকুন সুরক্ষিত ও সুন্দর আর আপনার বেছে নেওয়া হেয়ার কাট আপনার মুখে এনে দিক সেই বড় মাপের হাসি।