লকডাউন অমান্য করে বার্থডে পার্টি, অভিনেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৭ এপ্রিল ২০২০

লকডাউন অমান্য করে বার্থডে পার্টি করায় নাইজেরিয়ার জনপ্রিয় এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে করোনার বিস্তার রোধে লকডাউন চলছে। এর মধ্যেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বার্থডে পার্টির আয়োজন করেছিলেন ওই অভিনেত্রী।

ফাংকে আকিনদেলে নামের ওই নলিউড ফিল্ম স্টার জেনিফা নামে বেশ জনপ্রিয়। স্থানীয় সময় শনিবার লেকি এলাকায় নিজের বাসভবনে তিনি বার্থডে পার্টির আয়োজন করেছিলেন।

নাইজেরিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৮ এবং মারা গেছে পাঁচজন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফাংকে আকিনদেলে এবং তার স্বামীকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাগোস রাজ্যের পুলিশের মুখপাত্র বালা এলকানা সোমবার এক বিবৃতিতে ওই অভিনেত্রীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজ সকালে ওই দম্পতির সঙ্গে ম্যাজিট্রেট আদালতে কথা বলেছি। তারা লকডাউন অমান্য করে একসঙ্গে অনেক লোককে পার্টিতে জড়ো করেছিল।

ওই দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের এক মাসের কারাদণ্ড অথবা ১ লাখ নায়রা অথবা উভয় দণ্ড ভোগ করতে হবে। ওই বার্থডে পার্টিতে দেশটির বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।