নীলফামারীতে যুবদল নেতা গ্রেফতার


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

নীলফামারীতে যুবদল নেতা তৌফিকুজ্জামান বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের টুপামারী ইউনিয়নের দোগাছি মোড়কের ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু ওই এলাকার খালেকুজ্জামানের ছেলে এবং ইউনিয়ন যুবদল নেতা।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, ২০১৩ সালে নীলফামারীর আনন্দবাবুর পুল এলাকায় পুলিশের উপর হামলা চালানো হয়। আর এ ঘটনায় টুপামারী ইউপি যুবদলের নেতা তৌফিকুজ্জামান বাবুকে আসামি করে মামলা করে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ওই মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়।

পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পর পলাতক বাবু নিজ বাড়িতে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।