১৫ এপ্রিল থেকে ডে কেয়ার-স্কুল খুলে দিচ্ছে ডেনমার্ক 

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০

আগামী ১৫ এপ্রিল থেকে ডে কেয়ার এবং স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে ডেনমার্ক। প্রথম থেকে পঞ্চম গ্রেডের শিশুদের ক্লাস পুণরায় চালু হতে পারে বলে জানানো হয়েছে। 

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন বলেন, যদি দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা স্থিতিশীল থাকে তবে ডে কেয়ার এবং স্কুলগুলো পুণরায় খুলে দেওয়া হবে।

গত ২৬ ফেব্রুয়ারি ডেনমার্কে প্রথম এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই ব্যক্তি ছুটি কাটিয়ে ইতালি থেকে ফেরার পরেই তার করোনা পজেটিভ আসে। 

jagonews24

এরপর থেকেই ডেনমার্কে করোনার বিস্তার ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৮১। 

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮৭ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৩৭৮ জন। তবে ১৪৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বিশ্বব্যাপী ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। 

টিটিএন/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।