সেনবাগে হরতাল সমর্থনকারীদের গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৮/১০টি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, হরতাল সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা সন্ধ্যায় ঝটিকা মিছিল বের করে। এসময় সেবারহাট বাজার এলাকায় সড়কে গাছেরগুড়ি ফেলে সড়কও অবরোধ করে তারা। ভাঙচুর করে ৮/১০টি বিভিন্ন ধরণের গাড়ি। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ২০/২৫টি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

ওসি মমিনুল ইসলাম জানান, তবে পুলিশ আসারা আগেই হরতাল সমর্থকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।