সিরিয়ায় রুশ দূতাবাসে রকেট হামলা


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৩ অক্টোবর ২০১৫

সিরিয়ার রাজধানী দামেস্কে রুশ দূতাবাসে দুটি রকেট আঘাত হেনেছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ায় রুশ বিমান হামলাকে স্বাগত জানিয়ে মঙ্গলবার দূতাবাসের সামনে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় ওই রকেট হামলার ঘটনা ঘটেছে। খবর আল আরাবিয়া নিউজের।

তবে তাৎক্ষণিভাবে হতাহত ও দূতাবাস ভবনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত দূতাবাসটির ভেতরে প্রথম রকেটটি আঘাত হানে। রকেটের আঘাতের পর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দূতাবাস এলাকায় সমবেত লোকজন পালাতে শুরু করলে দ্বিতীয় রকেট হামলা হয়।

সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা শুরুর দুই সপ্তাহের মাথায় রুশ দূতাবাসে এ হামলার ঘটনা ঘটলো।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টার ফ্যাক্স জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ায় রুশ দূতাবাস ভবনের সামনে দুটি রকেট আঘাত হেনেছে। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মকর্তা আহত হয়নি।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চল থেকে এ রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে। এর আগেও সিরিয়ায় মস্কো দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছিলো।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।