সাইফুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৩ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাছান মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব বংকিরাট গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোতালেব শাহ, একই এলাকার দুখা মন্ডলের ছেলে জহির উদ্দিন, মিনহাজ উদ্দিন সরকারের ছেলে নবাব আলী ও কৈবতগাতির এবাদ আলীর ছেলে আমিরুল ইসলাম।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাহিড়ী মোহনপুর ইউপি চেয়ারম্যান ও পূর্ব বংকিরাট গ্রামের হাসান আলী শাহের ছেলে সাইফুল ইসলামকে (৩৭) মোহনপুর স্টেশনের রেললাইনের উপরে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সেলিম পারভেজ রঞ্জু বাদী হয়ে পরের দিন সিরাজগঞ্জ জিআরপি থানায় ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে জিআরপি এবং পরে পাবনা সিআইডি তদন্ত করে। এরপর সিআইডি ২০০৭ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য প্রমাণ শেষে ১৬ আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে খালাস প্রদান করেন বিচারক। আদালতের পিপি অ্যাড. গাজী আব্দুর রহমান সরকার সাক্ষ্য এবং অ্যাড. সাইফুল ইসলাম আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন।

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।