কোয়ারেন্টাইন থেকে পালাতে তিনতলা থেকে লাফ, পা ভাঙলো যুবকের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা এক যুবক হাসপাতাল থেকে পালাতে গিয়ে তিনতলা থেকে লাফিয়ে পড়েছিলেন। কিন্তু সেটা যে মোটেও বুদ্ধিমানের কাজ ছিল না তা বুঝেছেন একটু পরেই। পালাতে তো পারেননি, বরং হাসপাতালে ফিরতে হয়েছে ভাঙা দুই পা নিয়ে। শনিবার এ ঘটনা ঘটেছে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ৩৭ বছর বয়সী ওই যুবক শহরের মাতা সুন্দরী রোডের একটি ফ্ল্যাটে থাকেন। গত ৩১ মার্চ করোনা আক্রান্ত সন্দেহে তাকে দিল্লির কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ফলাফল আসতে দেরি হওয়ায় জয়প্রকাশ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে।

দিল্লি পুলিশের (সেন্ট্রাল ডিস্ট্রিক্ট) ডেপুটি কমিশনার সঞ্জয় ভাটিয়া জানান, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক আচমকা হাসপাতালের তিনতলা থেকে লাফিয়ে পড়েন। কিন্তু সোজা মাটিতে না পড়ে পাশের একটি ঘরের টিনের চালের ওপর পড়েন তিনি। এতে কোনোমতে প্রাণ বেঁচে গেলেও দু’টো পা-ই ভেঙে গেছে তার।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা স্থিতিশীল। তার করোনা টেস্টের ফলাফল এখনও আসেনি।

সূত্র: ইন্ডিয়া টিভি, নিউজ ১৮

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।