বি.বাড়িয়ায় বাসচাপায় বৃদ্ধার মৃত্যু :মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৩ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম বেড়তলা এলাকার বাসিন্দা।

এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

B-Barea-bass

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুটি চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যুমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পথচারী মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের দুপাশে যানবাহন আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর একটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।