বারকিনা ফাসোর সংসদ ভবনে বিরোধীদের অগ্নিসংযোগ (ভিডিও)


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোর সংসদ ভবনে আগুন দিয়েছে দেশটির বিক্ষুব্ধ জনগণ। প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরের দীর্ঘ ২৭ বছর শাসন অবসানের প্রতিবাদে জনতার এই বিক্ষোভ। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, বারকিনার রাজধানী ওয়াগাডুগুতে অবস্থিত সিটি হল এবং ক্ষমতাসীন দলের সদর দফতরেও আগুন দেখা গেছে।


এর আগে সংসদ ভবন ঘেরাও করলে বিক্ষুব্ধ জনতার ওপর সেনাবাহিনী গুলিবর্ষণ করে। এ সময় দেড় হাজার বিদ্রোহী সেনা ব্যারিকেড ভেঙে সংসদ ভবন ঘিরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়।


প্রেসিডেন্ট কমপাওরে যেন আগামী বছরও ক্ষমতায় থাকতে পারেন, এ জন্য সংবিধান পরিবর্তন করার যে সিদ্ধান্ত নিচ্ছিল বারকিনা সংসদ। তারই প্রতিবাদে জ্বলে ওঠে সাধারণ মানুষ। ১৯৮৭ সালের সেনাঅভ্যুথানে কমপাওরে ক্ষমতায় আসেন। এর পর চারবার নির্বাচনে জেতেন তিনি। এ সব নির্বাচনকে অগ্রহণযোগ্য ও জালিয়াতির নির্বাচন বলে মনে করে বিরোধীরা।- বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।