আজকের সাধারণ জ্ঞান : ১৩ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:২০ এএম, ১৩ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সভ্যতার ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি?
উত্তর : কাইরাসের সমাধি।

২. প্রশ্ন : পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক কে?
উত্তর : দানিয়ুব।

৩. প্রশ্ন : পারসীয়রা লিপি লিখনে কয়টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত?
উত্তর : ৩৯ টি।

৪. প্রশ্ন : পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে কয়টি ভাষার প্রচলন ছিল?
উত্তর : ২ টি।

৫. প্রশ্ন : কারা ১২ মাসে ১ বছর ও ৩০ দিনে ১ মাস গণনার রীতি প্রবর্তন করেন?
উত্তর : পারসীয়রা।

৬. প্রশ্ন : হিব্রুদের আদি বাস কোথায় ছিল?
উত্তর : আরব মরুভূমিতে।

৭. প্রশ্ন : ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন কারা?
উত্তর : হিব্রুরা।

৮. প্রশ্ন : হিব্রু বিশ্বাস কোন ধর্মের ভিত্তি তৈরি করেছিল?
উত্তর : খিস্টান ধর্মের।

৯. প্রশ্ন : বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর ছিলেন?
উত্তর : হিব্রুদের।

১০. প্রশ্ন : হিব্রু প্রথম ধর্মীয় নেতা কে ছিলেন?
উত্তর : সোমটিক।

১১. প্রশ্ন : চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল কখন?
উত্তর : প্রায় চার হাজার বছর আগে।

১২. প্রশ্ন : চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : হোয়াংহো, ইয়াংসিকিয়াং ও দক্ষিণ চীনে।

১৩. প্রশ্ন : চৌ রাজাদের আধিপত্য চীনে কত বছর টিকেছিল?
উত্তর : ৮৭৩ বছর।

১৪. প্রশ্ন : চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কে ছিলেন?
উত্তর : কনফুসিয়াস।

১৫. প্রশ্ন : চীনে শাং যুগ কবে শুরু হয়েছিল?
উত্তর : ১১২২ খ্রিস্টাব্দে।

১৬. প্রশ্ন : কোন নদীর তীরে শাং রাজারা সভ্যতা গড়ে তোলে?
উত্তর : হোয়াংহো।

১৭. প্রশ্ন : শাং যুগে কিসের জিনিস ব্যবহৃত হত?
উত্তর : ব্রোঞ্জের।

১৮. প্রশ্ন : চীনা জনগোষ্ঠী মূলত কোন গোষ্ঠীর বংশোদ্ভূত?
উত্তর : মঙ্গোলীয়।

১৯. প্রশ্ন : ইজিয়ান সভ্যতা গড়ে ওঠে কোন অঞ্চলকে নিয়ে?
উত্তর : ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে।

২০. প্রশ্ন : ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কোন সময়কালে?
উত্তর : খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।