করোনায় সার্বিয়ার পরিবেশ মন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০১ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলকান রাষ্ট্র সার্বিয়ার পরিবেশ প্রতিমন্ত্রী ব্রানিসল্যাভ ব্রাজিক। দেশটির প্রথম সরকারি শীর্ষ কর্মকর্তা হিসেবে করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন এই মন্ত্রী।

বিবিসি বলছে, সার্বিয়ার প্রখ্যাত ডানপন্থী রাজনীতিক ব্রাজিক বর্তমানে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল প্রোগ্রেসিভ পার্টির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯০ সালের শেষের দিকে তিনি দেশটির পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কয়েক বছর আগে তিনি আবারও একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সর্বশেষ মৃত্যুর আগেও তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশটিতে গত কয়েকদিনে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঘটেছে। এর মাঝেই সরকারের শীর্ষ এই মন্ত্রীর প্রাণহানির খবর এল।

সার্বিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত এক হাজার ৬০ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা চলমান রয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা ৮ লাখ ৮৪ হাজার ৭৫ এবং মারা গেছেন ৪৪ হাজার ১৬৯ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ১৭৫।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।