চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা : নিহতদের মরদেহ নওগাঁয়


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৩ অক্টোবর ২০১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৫ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে। মরদেহগুলো একটি ট্রাকে করে মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল গ্রামে নিয়ে আসা হয়।

এদিকে, মরদেহগুলো একনজর দেখার জন্য শত শত আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় করছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় এখন শোকের ছায়া বিরাজ করছে।

Naoga

এর আগে সোমবার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সোনাপাহাড় এলাকায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। যার মধ্যে ৫ জনের বাড়ি নওগাঁ।

এরা হলেন, উত্তরবিল গ্রামের সাদেক আলীর ছেলে টিপু সুলতান (৫০), নূর উদ্দিন মোল্লার ছেলে আলম মোল্লা (৩০), রিয়াজ মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৪০), জিয়াউর রহমানের ছেলে রুবেল প্রামানিক (২২) এবং মৃত অপির মন্ডলের ছেলে কালাম মন্ডল (৩০)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আব্বাস আলী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।