ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত


প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৩ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের লেসিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ডাকাতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের দুজনের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল লেসিয়ারা গ্রামের ধনু মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।