বাণী-বচন : ১৩ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:০৩ এএম, ১৩ অক্টোবর ২০১৫

ব্যক্তিত্ব
সভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববোধ। – বিষ্ণু দে

মানুষের ব্যক্তিত্ব ফুলের সৌরভের মতো।– চার্লস এম. স্কয়ার

সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।– মার্ক টোয়েন

দারিদ্র্যকে যে মাথা পেতে গ্রহণ করে, সে ব্যক্তিত্বহীন পুরুষ।– লং ফেলো

মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে হয়।– উইলিয়াম উইন্টার

বচন
একঘর পাপে
চল্লিশঘর শাপে।

অর্থ: এক পরিবারের পাপকার্য পার্শ্বববর্তী পরিবারসমূহেও সংক্রমিত হয়। যথাসময়ে তা দমন না করলে সবার ওপর অভিশাপ আসে- এ কথা বোঝাতে বলা হয়।

এসইউ/এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।