গোসল করতে গিয়ে চবি’র দুই শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ঝরনায় গোসল করতে গিয়ে আসাদুজ্জামান রিফাত ও নাঈমূল হাসান নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ’র দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা চবি’র মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী কার্যালয়ের ভারপ্রাপ্ত লিডার আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পেছনের ঝরনায় গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী ডুবে গেছে শুনে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝরনা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের সহপাঠী সাকিব রিফাত বলেন, আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার পর আড়াইটা থেকে তিনটার মধ্যে সাতজন মিলে বিশ্ববিদ্যালয়ের ঝরনায় গোসল করতে যায়। গোসল সেরে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ঝরনার পানিতে ডুবে যায় রিফাত ও নাঈমুল । এতে তাদের মৃত্যু হয়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।