করোনায় সেবাদাতাদের রান্না করে খাবার পাঠাচ্ছেন মালয়েশিয়ার রানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ৩০ মার্চ ২০২০

অডিও শুনুন

প্রাণঘাতী করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের প্রায় ৩৪ হাজার মানুষের প্রাণ নিয়েছে। আক্রান্ত হয়েছেন সাত লাখের বেশি। মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪০৭ জন। আর মারা গেছে ৪১ জন।

করোনা অত্যন্ত ছোঁয়াচে রোগ হলেও এই রোগে আক্রান্তদের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক-নার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।

করোনাযুদ্ধে ফ্রন্টলাইনে থাকা এসব কর্মীদের জন্য নিজের রান্না করা খাবার পাঠাচ্ছেন মালয়েশিয়ার রানি তুনকু আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়াহ। তিনি মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ আল-হাজের স্ত্রী।

নিজের হাতে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সব খাবার রান্না করে বিভিন্ন হাসপাতাল ও দুর্যোগ প্রশমন কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছেন রানি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রান্না করা বিভিন্ন মেন্যুর ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন রানি।

একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের ডিশ আয়াম গুলাই টেম্পোয়াক (মুরগির মাংস), ফ্রায়েড ক্যাবেজ ও সল্টেড এগ। এগুলো সুনগাই বুলোহ হাসাপাতাল ও ক্রাইসিস প্রিপেরার্ডনেস অ্যান্ড রেসপন্স সেন্টারে (সিপিআরসি) পাঠানো হবে।’

 
 
 
View this post on Instagram
 
 

lupa nak ambil gambar ayam berempah goreng

A post shared by SPB Raja Permaisuri Agong (@airtangan_tunkuazizah) on

তিনি ইনস্টাগ্রামে অনেক ধরনের ডিশের ছবি পোস্ট করেছেন। যেমন-চিকেন ডিশ, এগ কারি, স্টায়ার ফ্রাই ইউথ গ্রিন বিনস ও চকলেট চিপ কাপ কেক।

একটি ডিশের পোস্টে রানি ক্যাপশন দিয়েছেন, ‘নিজের জীবন উৎসর্গ করে যেসব সরকারি কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ করে যাব…স্যালুট তাদের।’

 
 
 
View this post on Instagram
 
 

the least i could do ..... for the govt servants sacrificing their lives ..... i salute them

A post shared by SPB Raja Permaisuri Agong (@airtangan_tunkuazizah) on

জাতির দুযোর্গকালীন মুহূর্তে রানির এই ভূমিকায় প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। তারা মালয়েশিয়া রানির ভূয়সী প্রশংসা করেছেন।

সূত্র : স্ট্যান্ডার্ড ডট কো ইউকে

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।