জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্রের রাজনীতি চলতে পারে না


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৫

জঙ্গীবাদের সঙ্গে গণতন্ত্রের রাজনীতি চলতে পারে না, যুদ্ধপরাধী ও আগুন সন্ত্রাসের সঙ্গেও কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার সন্ধ্যায় রাজশাহীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক জনসভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, চোরাগুপ্ত হামলার মধ্যে দিয়ে একজন বিদেশিকে হত্যা করতে পারো কিন্তু বাংলাদেশের পথকে নষ্ট করতে পারবে না। শেখ হাসিনা সরকারের বিকল্প কখনোই জঙ্গিবাদী আগুন সন্ত্রাসীর সরকার হতে পারে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, চোরাগুপ্ত হামলা চালিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। খুনিদের সঙ্গে যুদ্ধে নেমেছি যুদ্ধ করেই যাবো। আগুন সন্ত্রাসীরা যত চক্রান্ত করুক না কেনো দেশের উন্নয়নের চাকা সামনের দিকে এগিয়ে যাবেই।

সভাপতি অ্যাড. মজিবুল হক বকুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মহানগর জাসদের সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাসুদ শিবলী, অ্যাড. মাসুম আহমদ টিপু প্রমুখ।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।