অর্থনীতিতে নোবেল পেলেন অ্যানগুস ডেটন


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১২ অক্টোবর ২০১৫

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন অর্থনীতিবিদ অ্যানগুস ডেটন। দারিদ্র দূরীকরণ, সমাজ কল্যাণ ও অর্থনৈতিক নীতি নিয়ে গবেষণার জন্য সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সাইন্স স্কটিশ বংশোদ্ভূত এ অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে।

নোবেল কমিটি জানিয়েছে, অর্থনৈতিক নকশা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। যা সামাজিক কল্যাণ ও দারিদ্র কমিয়ে আনতে হায়তা করবে। অন্য যে কারো চেয়ে ডেটনের এ বিষয়ের গবেষণা ব্যাপক বোঝাপড়া তৈরি করেছে।

১৯৬৮ সাল থেকে বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখা অর্থনীতিবিদদেরকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। স্কটিশ বংশোদ্ভূত ডেটন পুরস্কারের অর্থ হিসেবে ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন। অ্যানগুস ডেটন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।