মেহজাবিনের চোখে চোখ রাখলেন সজল
স্কুলে পড়ার সময় সজল একটি মেয়েকে ভালোবেসেছিলো, তখন মেয়েটি বোরখা পরার কারণে তার চেহারা সজল কোনোদিন দেখেনি। মেয়েটি হঠাৎ বিদেশে চলেও গিয়েছিলো। কিন্তু যাওয়ার আগে সজল তাকে বলেছিল, ‘সে তার জন্য অপেক্ষা করবে।’
সেই থেকে দশ বছর পেরিয়ে গেছে। এখনও অপেক্ষায় আছে সজল। তবে দেখা হলেও বোরখা পরা সেই মেয়েটিই যে মেহজাবিন, সেটা বুঝতে পারেনি সজল। এমন গল্প নিয়েই সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘চোখে রাখো চোখ’।
মাতিয়া বানু শুকুর রচনায় এটি পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন সজল, মেহজাবিনসহ আরো অনেকে।
নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘অনেকদিন পর ব্যতিক্রমী একটি গল্পের নাটকে কাজ করেছি। আশাকরি সকলে নাটকে খুব ভাবে উপভোগ করবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আজ সোমবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে বিরতিহীনভাবে প্রচার হবে নাটকটি।
এলএ/আরআইপি