প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরডিজেএ’র মানববন্ধন


প্রকাশিত: ১১:০৩ এএম, ১২ অক্টোবর ২০১৫

দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও সম উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ), ঢাকা।

রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, কুড়িগ্রাম উন্নয়ন সমিতি, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি- কুড়িগ্রাম, চিলমারী উন্নয়ন ফোরাম, কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-ঢাকা, জগন্নাথ ভার্সিটি স্টুডেন্টস সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু, সংগঠনটির প্রাক্তন সভাপতি মুফদি আহমেদ, সাংবাদিক নেতা পুলক ঘটক, রেজাউল করিম প্লাবন, গণকমিটি কুড়িগ্রামের সহ-সমন্বয়ক আব্দুস সোবহান জুয়েল, কুড়িগ্রাম সমিতি ঢাকা’র মহাসচিব সাইফুল আবেদিন ডলার ও জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস সোসাইটির সাখাওয়াত স্বপন।

এসময় বক্তরা বলেন, স্বল্প সময়ে বাংলাদেশ ঈর্ষান্বিত সাফল্য লাভ করলেও তার সুফল থেকে বঞ্চিত রংপুর বিভাগের ৮ জেলা। বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করলেও বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে রংপুর বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ। এ অঞ্চলের বেশির ভাগ মানুষ এখনো অতি দরিদ্র সীমার নিচে বসবাস করে। দেশের অন্যান্য অঞ্চলের মতো এ অঞ্চলে সুষম উন্নয়ন না করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন সম্ভব নয়।

আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগের কুড়িগ্রাম সফরের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাফল্য কামনা করে বক্তরা প্রধানমন্ত্রীর কাছে ৪ দফা দাবি জানায়। দাবিগুলো হলো, রংপুর বিভাগে দ্রুত গ্যাস সংযোগ ও শিল্প স্থাপন, ঢাকা-চিলমারী (কুড়িগ্রাম) আন্তঃনগর রেল দ্রুত চালু, লালমনিরহাট বিমান বন্দর চালু এবং সুন্দরগঞ্জ-চিলমারী সেতু দ্রুত বাস্তবায়ন। এসবের পাশাপাশি রংপুর বিভাগের জেলা-উপজেলাগুলোতে সমউন্নয়ন বরাদ্দ পৌঁছানোর তাগিদ দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।-প্রেস বিজ্ঞপ্তি

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।