যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার শরীরেও করোনার লক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পিএম, ২৭ মার্চ ২০২০

প্রথমে প্রধানমন্ত্রী, এরপর স্বাস্থ্যমন্ত্রী, এবার যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। প্রথম দু’জনের টেস্ট রেজাল্ট পজেটিভ আসলেও হুইটির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই সাতদিনের সেলফ-আইসোলেশনে গিয়েছেন।

শুক্রবার এক টুইটে এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত থেকেই তার শরীরে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছে। এজন্য আগামী সাতদিন সেলফ-আইসোলেশনে থাকবেন তিনি।

যুক্তরাজ্যে করোনা সংক্রমণের বিষয়ে তদারকি ও নিয়মিত ব্রিফিং করতেন ক্রিস হুইটি। সেলফ-আইসোলেশনে থাকলেও বাসায় থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার এক টুইটবার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ঘণ্টা দুয়েক পরেই অসুস্থ হওয়ার খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তারা দু’জনেই সেলফ-আইসোলেশনে গিয়েছেন এবং বাসায় থেকেই দাপ্তরিক কজকর্ম সারবেন।

ব্রিটেনের হাইপ্রোফাইলড নেতাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসও (সিংহাসনের পরবর্তী উত্তরসূরি)। তাকেও আইসোলেশনে রাখা হয়েছে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত অন্তত ১৪ হাজার ৫৪৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় তিন হাজার, মারা গেছেন ১৮১ জন।

সূত্র: ডেইলি মেইল
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।