জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১০:০৭ এএম, ১২ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)`র ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে ৭২০টি (মানবিক-৪৮৭টি, বিজ্ঞান- ১৫০টি, বাণিজ্য ও অন্যান্য- ৮৩টি) বিপরীতে ৪ হাজার ৫৭৭ জন (মানবিক-৩,১৭০ জন, বিজ্ঞান ৯২৬ জন এবং অন্যান্য শাখা- ৪৮১ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছে।

প্রসঙ্গত, ৪০ হাজার ৬৩৫ জন আবেদনকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৮১১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

সুব্রত মণ্ডল/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।