রাজধানীর কদমতলীতে যাত্রীবাহী বাসে আগুন


প্রকাশিত: ১০:১৬ এএম, ৩০ অক্টোবর ২০১৪

রাজধানীর কদমতলীর আলী বহর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের ২ জন যাত্রী।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে দলটির ডাকা ৭২ ঘণ্টার হরতালে  প্রথমদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটলো।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল যুবক হরতাল হরতাল স্লোগান দিতে দিতে ওই যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

আহত দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

 

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে দলটির ডাকা ৭২ ঘণ্টার হরতালে আজ বৃহস্পতিবার প্রথমদিন চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।