করোনা : উচ্চ সতর্কতা জাপানে, তবে জরুরি অবস্থা নয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জাপানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই সঙ্কট সমাধানে সরকারিভাবে ইতোমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

তবে দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী বলেছেন, এখনই জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন।

তবে দেশটিতে নতুন করে কারো করোনায় আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপরদিকে, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১০ জন।

jagonews24

এদিকে, জাপানে নোঙ্গর করা ব্রিটিশ প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭১২ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। ওই প্রমোদতরীর মোট ১০ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জাপানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইয়াসুতোসি নিশিমুরা এবং প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বলেন, আমি প্রধানমন্ত্রী আবেকে জানিয়েছি যে, করোনার বিস্তার ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

এ বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছে তবে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হবে না। যদি করোনার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তবে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করতে পারেন। এদিকে, জাপানের হিটাচি লি. জানিয়েছে, টোকিওতে তাদের ৫০ হাজার কর্মী বাড়িতে বসেই কাজ করছেন।

টিটিএন/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।