তিন দিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
টানা তিন কার্যদিবস পতনের পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে, ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকার অংকের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮১৩ পয়েন্টে এবং সিএএসপিআই ৯৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা।
এসআই/এআরএস/এমএস