রাশিফল : ১২ অক্টোবর ২০১৫
মিথুন : ছোট ভাইবোনের বিয়ে সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। আপনার গৃহে প্রতিবেশির আগমন ঘটবে। আজ কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আশা করতে পারেন।
মেষ : শিল্পী ও সাহিত্যিকরা ব্যস্ত থাকবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি রোমান্টিকতায় পূর্ণ। কোনো ব্যক্তি আপনাদের মধ্যে ভাঙ্গন ধরাতে চেষ্টা করবে, সতর্ক থাকুন।
বৃষ : আজ কোনো আত্মীয়ের সহযোগীতায় চাকরি পেতে পারেন। মায়ের শরীরস্বাস্থ্য ভালো যাবে না। বাতের পীড়ায় কষ্ট পেতে পারেন। কোনো বাল্যবন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে।
কর্কট : মিষ্টি ও বেকারী ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা রয়েছে। খাদ্যদ্রব্যের ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করতে পারেন।
সিংহ : আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে সকলের সাহায্য পেয়ে যাবেন। গ্রামের কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন।আপনার আয় উন্নতি ভালোই হবে।
কন্যা : আজ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যস্ততা কমবে না। ট্রাভেল এজেন্টদের ভালো লাভ হবে। জীবন সাথীকে নিয়ে কোনো পর্যটন স্থানে যেতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। সময় ভালো যাবে।
তুলা : আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো কাটবে। দু’জনার মধ্যকার সকল ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ শিল্পীদের দিনটি ভালো যাবে। সন্তানের সাথে ভালো সময় কাটবে।
বৃশ্চিক : বাড়ীতে এমন কোনো আত্মীয়ের আগমন ঘটবে যার উপস্থিতি আপনার আনন্দকে কেড়ে নিতে পারে। মায়ের রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা প্রবল। আত্মীয় স্বজনদের তিক্ত কথায় কিছুটা কষ্ট পাবেন।
ধনু : আজ বাড়িতে কোনো মেলাদ বা কাঙ্গালী ভোজ দিতে পারেন। কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাথে দেখা হতে পারে। আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাবার যোগ রয়েছে।
কুম্ভ : কোনো আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যেতে পারেন। খুচরা ব্যবসায়ীরা ভালো লাভ আশা করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে।
মীন : কারো সাথে বাজি ধরে খাবার প্রতিযোগীতায় না যাওয়াই ভালো। কোনো কর্মচারীর উপরে বিরক্ত ও রাগান্বিত হবার আশঙ্কা রয়েছে। গ্রামের কিছু মানুষদের দ্বারা ঝামেলায় পড়তে পারেন।
মকর : কোনো নিকটজনের জন্য পুলিশি হয়রানির আশঙ্কা রয়েছে। তবে কারো মৃত্যু সংবাদে কিছুটা বিমর্ষ হবার আশঙ্কা রয়েছে। মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো লাভ হতে পারে।
এআরএস/এমএস