আত্মহত্যায় শীর্ষে ভারত


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ অক্টোবর ২০১৫

বিশ্বব্যাপী আত্মহত্যা একটি অন্যতম বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৯০ভাগ ক্ষেত্রেই বাইপোলার ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মত মানসিক অবসাদজনিত কারণে আত্মহত্যার দিকে ঝুঁকছে যুব সমাজ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বর্তমানে বিশ্বের মধ্যে আত্মহত্যার ঘটনায় শীর্ষে রয়েছে ভারত।

গবেষণায় দেখা গেছে, গত কয়েক দশকে ভারতে আত্মহত্যার ঘটনা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি।
 
বিশেষজ্ঞদের মতে, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৫৬% নারী ও ৪০% পুরুষই অবসাদ গ্রস্ততার কারণে আত্মহত্যা করেন।

আত্মহত্যার কারণ হিসেবে বিশেষজ্ঞরা আর্থসামাজিক অবস্থান, সময়মত চিকিৎসার অভাব, পরিবারের অসহযোগিতা, অকারণ দোষারোপ মানসিক অবসাদগ্রস্তদেরকে দায়ী করেছেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।