আ.লীগ নেতার ভাইয়ের হাতে দুই পুলিশ লাঞ্ছিত


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে জনসম্মুখে দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের ছোট ভাই জিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাকে থামার সংকেত দেয়। এতে জিয়া ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) উজ্জলের সঙ্গে তর্কে জড়িয়ে যায়।

এক পর্যায়ে জিয়া ওই পুলিশ কর্মকর্তার কলার টেনে ধরে তাকে ঘুষি মারেন। এ সময় উজ্জলের সঙ্গে থাকা এক কনস্টেবলকেও ঘুষি মেরে জখম করেন তিনি। এ ঘটনার পরও পুলিশ তাকে ছেড়ে দিয়ে শুধু মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ দুই পুলিশকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে জানান, মোটরসাইকেল আটক করার পর কর্তব্যরত কনস্টেবলের সঙ্গে জিয়ার তর্ক-বিতর্ক হয। পরে মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার নবীনগর থানার ভেতরে জিয়ার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আমিনের উপর হামলা চালান।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।