যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউনের প্রয়োজন দেখছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু দেশজুড়ে লকডাউনের প্রয়োজন দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই যুদ্ধে (করোনার বিরুদ্ধে) জয়ী হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। তারপরেই এমন বিতর্কিত মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ সতর্ক করে বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে ৭০ হাজার মার্কিন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

শুক্রবার নিউ ইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রিউ কুওমো সব ধরনের জনসমাগম ও অপ্রয়োজনীয় ব্যবসায়িক সফর বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা সবাই এখন কোয়ারেন্টাইনে। এর একদিন আগেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সেখানকার ৪ কোটি মানুষকে বাড়িতেই অবস্থানের নির্দেশ দিয়েছেন।

USA-1.jpg

করোনার স্রোত বাড়তে থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ এর বিরুদ্ধে বিজয়ী হয়েছে এবং তারা এই যুদ্ধ জয় করবে। ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশজুড়ে লকডাউনের প্রয়োজনীয়তা নেই।

তিনি বলেন, আমরা বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মনে হয় না যে, লক ডাউনের প্রয়োজনীয়তা আছে। অথচ শুক্রবার শুধুমাত্র নিউ ইয়র্কেই মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজারে দাঁড়িয়েছে বলে গভর্নর অ্যান্ড্রিউ কুওমো নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, রোববার রাত থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। মুদি দোকান, ফার্মেসি এবং খাবারের দোকান ছাড়া অন্যসব দোকান-পাট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ২ লাখ ৭৫ হাজার ৯৩২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার ৩৯৮ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৯১২ জন।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।