বিজিএমইএ’র সভাপতির সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ অক্টোবর ২০১৫

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নব-নির্বাচিত সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সাঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই লিওনি মার্গারেথা কুইলেনার।
 
রোববার বিজিএমইএ অফিসে এ সাক্ষাত করেন তিনি। সাক্ষাতকালে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
 
এসময় বিজিএমইএ’র নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক এ এন এম সাইফুদ্দিন, মিরান আলী উপস্থিত ছিলেন।
 
এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।