করোনা মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন
লস্কর আল মামুন লস্কর আল মামুন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র ) থেকে
প্রকাশিত: ১২:০০ পিএম, ২১ মার্চ ২০২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গভর্নর গেভিন নিউসম করোনা ভাইরাস দুর্যোগে খাদ্য বিতরণে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি এই ঘোষণা দেন।
গভর্নর বলেন, ন্যাশনাল গার্ড খাদ্য ব্যাংকগুলোতে খাদ্য বিতরণে সহায়তা এবং রাজ্যের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করবে। কোভিড-১৯ এর কারণে খাদ্য ব্যাংকগুলোতে স্বেচ্ছাসেবীদের সঙ্কট দেখা দেয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গভর্নর নিউসম রাজ্যব্যাপী নিয়ার লকডাউন অর্ডার জারি করার একদিন পরই এই ঘোষণা এলো। তিনি এই সঙ্কটের সময়ে স্বেচ্ছায় সহায়তা প্রদানে ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে অনেক খাদ্য ব্যাংকের স্বেচ্ছাসেবীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এতে খাদ্য বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই সুষ্ঠুভাবে খাদ্য বিতরণ কার্যক্রম ও জননিরাপত্তা সহায়তায় ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, শুক্রবারই ক্যালিফোর্নিয়ার রাজধানি সেক্রামেন্টো কাউন্টিতে কাজ শুরু করেছে ন্যাশনাল গার্ড। যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪৩ এবং এই ভাইরাসে মারা গেছে ২৬৩ জন। এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মানুষের জীবনের জন্য অপরিহার্য নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
টিটিএন/এমএস