পাকিস্তানে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক, মৃত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২০

পাকিস্তানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে একদিনে শতাধিক মানুষ আক্রান্ত এবং প্রথমবারের মতো দু'জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিনশ পেরিয়ে গেছে।

দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান ঝাগরা বলেছেন, করোনায় মার্দানে একজন মারা গেছেন। টুইটারে এই খবর জানানোর দুই ঘণ্টা পর তিনি দ্বিতীয় টুইট করেন। এতে তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনাভাইরাসে আরও একজনের প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

পেশওয়ারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় ব্যক্তি মারা গেছেন। তবে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি। পাকিস্তানে এখন পর্যন্ত ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিন্ধ প্রদেশে। এই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ২১১ জনে পৌঁছেছে। এছাড়া দেশটির বেলুচিস্তান প্রদেশে ৪৫, পাঞ্জাবে ৩৩, খাইবার পাখতুনখাওয়ায় ৩৪, আজাদ জম্মু-কাশ্মীরে ১৬ এবং ইসলামাবাদে দু'জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার বলেছেন, এই প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। টুইটে তিনি বলেছেন, আমি নিশ্চিত করছি যে, পাঞ্জাবে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩৩ জনে। প্রদেশের ডেরা গাজী খানে কোয়ারেন্টাইনে থাকা ২০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে পাকিস্তানে করোনায় আক্রান্তদের অধিকাংশই প্রতিবেশি ইরানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। করোনার ভয়াবহ প্রকোপের মুখে থাকা ইরান থেকে ফেরার পরপরই পাকিস্তানিরা করোনায় আক্রান্ত হন। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, স্থানীয়ভাবে করোনা সংক্রমণের ঘটনা মাত্র অর্ধ ডজন।

প্রতিবেশি ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে অন্তত ৯৬০ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের প্রধান ক্রসিং পয়েন্ট বেলুচিস্তান প্রদেশের তাফতানে। গত ১৬ মার্চ থেকে এই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

সূত্র : ডন, পিটিআই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআইএস/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।