কাশ্মীরেও হানা দিল করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৯ মার্চ ২০২০

এবার কাশ্মীরেও হানা দিল করোনাভাইরাস। বুধবার কাশ্মীরের শ্রীনগরে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শ্রীনগরের মেয়র জুনাইদ আজিম মাত্তু এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি কয়েক দফা টুইট করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি যে, শ্রীনগরে প্রথমবারের মতো একজন কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

জুনাইদ আজিম বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে সবাইকে বাড়িতেই থাকার নির্দেশ দেয়া হয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমি শ্রীনগরের সবাইকে বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতেই অবস্থানের অনুরোধ করছি। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কারো যদি ফ্লু জাতীয় কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত নিজেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, যদি লক্ষণ খারাপের দিকে যায় তবে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। টুইট বার্তায় তিনি বার বার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, আমি বার বার সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। আতঙ্কিত হলে চলবে না। সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে বাড়িতেই অবস্থান করা এবং বিভিন্ন নির্দেশনা মেনে চলা।

সরকারের মুখপাত্র রোহিত কানসাল এক টুইট বার্তায় বলেন, প্রথম করোনার পজেটিভ কেস কাশ্মির-খানইয়ারের শ্রীনগরে। যিনি আক্রান্ত হয়েছেন তিনি সম্প্রতি অন্য দেশ সফর করেছেন। চলতি মাসের ১৬ তারিখে তিনি দেশে প্রবেশ করেছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

করোনা থেকে বাঁচতে কমপক্ষে ৩শ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন কানসাল। তিনি সবাইকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টিটিএন/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।