ডারউইন তত্ত্বে বিশ্বাসী পোপ ফ্রান্সিস


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ৩০ অক্টোবর ২০১৪

তবে কি বিজ্ঞানের কাছে এতদিন পর নতজানু হলো ক্যাথলিক চার্চ। অথচ সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরে এই তত্ত্ব দেওয়ার জন্য সর্ব সমক্ষে হাঁটু গেঁড়ে ক্ষমা চাইতে হয়েছিল গ্যালিলিওকে। ধর্ম নিয়ে উত্তেজনা থাকলেও এই একবিংশ শতাব্দীতেও বিজ্ঞান অনেকটা ব্রাত্যই ছিল ক্যাথলিক চার্চের কাছে। কিন্তু এবার যেন শেষ অাব্রুটুকুও সরিয়ে দিলেন পোপ ফ্রান্সিস।

তার মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্যের মূলে থাকা বিগ ব্যাং তত্ত্ব ও ডারউইনের বিবর্তনবাদ সত্যি। তাই পোপ ঈশ্বরকে কোন যাদুকরী শক্তি না ভাবতে পরামর্শ দিয়েছেন ধর্মপ্রাণ ক্যাথলিকদের। বরং দীর্ঘদিন ব্রাত্য হয়ে থাকা বিবর্তনবাদ এবং সৃষ্টিতত্ত্বকে মেনেই ঈশ্বরে বিশ্বাস করা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

পোপ বলেন, “ঈশ্বর জাদুদণ্ড হাতের কোনও জাদুকর নয়। ব্রাহ্মাণ্ড এমনি এমনি তৈরি হয়নি। বিজ্ঞানের তত্ত্ব মেনেই এর সৃষ্টি। ব্রহ্মাণ্ডের উৎপত্তি অারও বেশি করে ঈশ্বরের প্রমাণ দেয়। বর্তমানের বিগ ব্যাং তত্ত্ব বিশ্বের উৎপত্তি সম্পর্কে ইঙ্গিত দেয়। সৃষ্টি ও ঐশ্বরিক অাইনের সঙ্গে এর কোনও বৈপরিত্ব নেই।”

অথচ দীর্ঘদিন ক্যাথলিক চার্চ বিগ ব্যাং ও বিবর্তন বাদের মতো বৈজ্ঞানিক তত্ত্বগুলোর বিরোধীতা করে অাসছিল। তারা বলছিল এইসব তত্ত্ব বাইবেলে বর্ণিত বিশ্ব সৃষ্টি তত্ত্বের সম্পূর্ণ বিপরীত। সূত্র: গার্ডিয়ান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।