ভারতে আক্রান্ত ১৬৯, জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ এএম, ১৯ মার্চ ২০২০

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও সাতজন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জনে। তেলেঙ্গানায় আক্রান্তরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে।

ভারতে নিশ্চিত আক্রান্তদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিনজন। আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে (৪২), তারপর কেরালা (৩০), হরিয়ানা ও উত্তরপ্রদেশ (২১)।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ২৭৬ ভারতীয় নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ইরানে; যেখানে ২৫৫ ভারতীয় করোনায় সংক্রমিত হয়েছেন।

বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এসব তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।

সোমবার চতুর্থ দফায় ইরান থেকে আরও ৫৩ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত করোনা বিধ্বস্ত ইরান থেকে চার দফায় মোট ৩৮৯ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে করোনা প্রতিরোধ নিয়ে কথা বলবেন তিনি।

এক টুইটে মোদি জানিয়েছেন, করোনাভাইরাস ও তার প্রভাব নিয়ে উচ্চস্তরের বৈঠক করবেন তিনি। এছাড়া ভারতের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তিনি।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তখন থেকে নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৮ হাজার ৯০৮ জনের।

এছাড়া এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮২২ জন এবং সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৩৮৩ জন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।