জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৮ মার্চ ২০২০
জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্জ নিজেও এক টুইট বার্তায় তার করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন।
তবে তিনি বলেছেন যে, তার করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে তার শরীরে।
বিজ্ঞাপন
জার্মানিতে নতুন করে ২ হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৯ হাজার ৩৬৭। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৯ জন। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৬। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
বিশ্বের ১৬৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে ১ লাখ ৯৮ হাজার ৪শ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৬৩ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চীনে। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৮৯৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ২৩৭ জন।
এরপরেই রয়েছে ইতালি। দেশটিতে ভয়াবহ তান্ডব চালিয়েছে করোনা। ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ এবং মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০৩। অপরদিকে ইরানে এখন পর্যন্ত ১৬ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯৮৮ জন।
টিটিএন/জেআইএম