ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১১ অক্টোবর ২০১৫

ইরান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রোববার নতুন মডেলের ওই ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান জানিয়েছে। খবর রয়টার্সের।

হোসেইন দেহকান বলেছেন, সুনির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘ইমাদ’ নামের নতুন প্রজন্মের এ ক্ষেপণাস্ত্রকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সম্ভব। ভবিষ্যতে এ ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অ্যারোস্পেস ইন্ডাট্রিস’র বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন।

এর আগে দেশটির একজন সেনা কমকর্তা বলেছিলেন, ইরানের কাছে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যাকে প্রতিহত করা সম্ভব নয়। কেবলমাত্র আমেরিকা এবং রাশিয়ার হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলেওই কর্মকর্তা জানিয়েছিলেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।