মহারাষ্ট্রে করোনায় একজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৭ মার্চ ২০২০
ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে করোনায় তিনজনের মৃত্যু হলো। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮ বছর বয়সী দিল্লির এক নারী এবং কর্নাটকের ৭৬ বছর বয়সী এক নারী। তাদের দু’জনের মৃত্যুই করোনার কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কে সোমবার স্কুল, কলেজ, জিম, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার যেন বাড়তে না পারে সেজন্য জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
এদিকে, করোনাভাইরাসের প্রভাবে আগ্রার তাজমহলও বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অন্যান্য স্থাপনা, মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থানও বন্ধ করে দেয়া হয়েছে। সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ইতোমধ্যেই একে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে ইউরোপকে মহামারির কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
বিশ্বের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২২৬ জন।
চীনের পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ১৫৮ জনের। দেশটিতে নতুন করে ৩ হাজার ২৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
টিটিএন/জেআইএম