এবার করোনার জেরে বন্ধ হলো স্ট্যাচু অব লিবার্টি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ১৭ মার্চ ২০২০

এবার করোনাভাইরাসের জেরে স্ট্যাচু অব লিবার্টি এবং এলিস আইল্যান্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আলকাত্রাজ, গোল্ডেন গেট ওয়েলকাম সেন্টার এবং ওয়াশিংটন ডিসি এলাকা বন্ধ করে দিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব স্থানে পর্যটকদের আনাগোনাও কমে গেছে।

বিশ্বব্যাপী করোনার প্রভাব ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ এবং শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, বিমানের ফ্লাইট, পর্যটন শিল্পে ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় চিড়িয়াখানা এবং স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনও তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বার, রেস্টুরেন্ট, স্কুলে, দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে দেশটির এমজিএম রিসোর্ট ইন্টারন্যাশনাল রোববার এক ঘোষণায় জানিয়েছে, তারা লাস ভেগাসে তাদের সব হোটেল এবং ক্যাসিনো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭১২। দেশটিতে নতুন করে মারা গেছে ৫ জন। ফলে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৭৪ জনের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

satue

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপরেই তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২২৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার প্রকোপ বাড়ছে, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সে কারণেই বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

টিটিএন/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।