বেইজিংয়ে আরও ৬ বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৬ মার্চ ২০২০

চীনে বিদেশি নাগরিকদের করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়ছে। চীনের মূল ভূ-খণ্ডে এখন করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও দেশটিতে অন্যান্য দেশ থেকে আগত নাগরিকদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সোমবার চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) খবরে বলা হয়েছে, বেইজিংয়ে নতুন ছয়জন বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চারজন স্পেনের নাগরিক এবং বাকি দু'জন যুক্তরাজ্যের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ থেকে ভ্রমণকারীদের চীনে প্রবেশের কারণে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই এখন দেশের জন্য প্রধান ঝুঁকি বলে উল্লেখ করা হয়েছে।

china-1.jpg

এদিকে, গত শনিবার নতুন ২০ জন কোভিড-১৯ রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বিদেশফেরত। বাকি চারজন করোনাভাইরাসের উৎসস্থল উহান শহরের বাসিন্দা। এছাড়া গত শুক্রবার দেশটিতে নতুন ১১ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যেও বেশিরভাগই বিদেশফেরত নাগরিক।

করোনা ভাইরাসের লাইভ আপডেট

এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, বিভিন্ন দেশ থেকে আসা লোকজন এবং চীনের নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইন পদ্ধতি একই রকমভাবে জারি করা হয়েছে।

চীনে নতুন করে আরও ১৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন ৮০ হাজার ৮৬০ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার ৭৫৮তে দাঁড়িয়েছে।

বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। এরপরেই রয়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮ এবং মৃত্যু হয়েছে ৭২৪ জনের।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।