করোনা আতঙ্কে লাস ভেগাসে ক্যাসিনো-হোটেল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বেশ কিছু ক্যাসিনো, হোটেল এবং বিভিন্ন ভেন্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন এমজিএম রিসোর্ট ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। করোনার বিস্তার ঠেকাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এমজিএম রিসোর্টের চেয়ারম্যান জিম মুরেন এক বিবৃতিতে বলেন, এটা (করোনার প্রাদুর্ভাব) এখন একটি জনস্বাস্থ্য সংকট। এর অগ্রগতি মন্থর করতে চাইলে বড় ধরনের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সে কারণেই আমরা লাস ভেগাসে আমাদের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছি। আগামী ১৭ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। আমাদের কর্মী, অতিথি এবং নিজেদের কমিউনিটির লোকজদের ভালোর জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে যে, যখনই সব কিছু নিরাপদ মনে হবে তখন থেকেই আবার নতুন করে সব কার্যক্রম চালু হবে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দেশজুড়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে ৫০ জন বা তার বেশি লোকের অংশগ্রহণে যে কোনো ধরনের শিক্ষামূলক বা ব্যবসায়িক সমাগম বা যে কোনো ধরনের অনুষ্ঠান বাতিল বা স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।

USA-2

অপরদিকে, লস অ্যাঞ্জেলসে বার, রেস্টুরেন্ট এবং নাইটক্লাব বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কমপক্ষে দু'সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইতোমধ্যেই স্কুল, মিউজিয়াম, বিনোদনের বিভিন্ন ভেন্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের সব বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও কনসার্ট বন্ধের ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডে ব্লাসিও। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নিউ ইয়র্ক সিটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩২৯ জন। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সেখানকার ১১ লাখেরও বেশি শিশুকে বাড়িতে আবদ্ধ থাকতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন করে আরও ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৮২। অপরদিকে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।