করোনার কারণে এবার বন্ধ পবিত্র আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৬ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার বন্ধ ঘোষণা করা হলো মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল-আকসা মসজিদ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মসজিদের ভেতরে সব ধরনের ধর্মীয় কার্যকলাপ বন্ধ থাকবে। তবে বহিঃপ্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে।

রোববার আল-আকসা মসজিদের পরিচালক ওমর কিসোয়ানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। সব নামাজ মসজিদের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মুসলিমদের কাছে আল-আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। জেরুজালেমে অবস্থিত মসজিদটির প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলোও অবস্থিত। এসব স্থাপনাসহ পুরো স্থানটিকে হারাম-আল-শরিফ বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী, হযরত মুহাম্মদ (সা) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। এছাড়া, ইহুদিদের কাছেও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা এটি। একে তারা ‘টেম্পল মাউন্ট’ বলে থাকেন।

এর আগে, চলতি মাসের শুরুতে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারণ হিসেবে স্থাপনাগুলো ভাইরাসমুক্ত করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের কথা জানানো হয়েছিল। এর মাত্র একদিন পরেই খুলে দেয়া হয় পবিত্র মসজিদগুলো

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিলিস্তিনে এ পর্যন্ত অন্তত ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন দুই শতাধিক মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী পাওয়া গেছে অন্তত ২০ জন।

সূত্র: আল জাজিরা, উইকিপিডিয়া

কেএএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।