করোনা: বিশ্বজুড়ে নাইকির সব স্টোর বন্ধ ঘোষণা
খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিখ্যাত মার্কিন কোম্পানি নাইকি প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর চলমান লড়াইয়ের প্রচেষ্টা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তাদের দোকান বন্ধ করে দিয়েছে। রোববার মার্কিন এই প্রতিষ্ঠান এক ঘোষণা এ তথ্য জানিয়েছে।
নাইকির একজন মুখপাত্র বলেছেন, আমাদের কর্মী এবং ভোক্তাদের কল্যাণই সর্বাধিক অগ্রাধিকারের বিষয়। যে কারণে আমরা যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, সোমবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত নাইকির সব স্টোর বন্ধ থাকবে। তবে অনলাইন এবং শপিং অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা নাইকির সব পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে মার্কিন এই কোম্পানি।
নাইকির ওই প্রতিনিধি বলেছেন, কর্মীদের বাড়িতে থেকে কাজ, নতুন কাজের সময়সূচি, সামাজিক দূরত্ব, অন্যান্য অতিরিক্ত নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ব্যাপারে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কর্মীদের সুরক্ষা ও সহায়তার জন্য এসব ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন এবং অন্যান্য দেশেও আমাদের নিজস্ব কিছু স্টোর বর্তমানে খোলা রয়েছে। এসব স্টোর তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।
এর আগে, শনিবার চীনের বাইরের সব স্টোর আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় আরেক মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল। করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর বিস্তার ঠেকানোর বৈশ্বিক লড়াইয়ে সহযোগিতার অংশ হিসেবে অ্যাপল এই ঘোষণা দেয়।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মোট ৬ হাজার ৩৬ জনের প্রাণ কেড়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৪৪ জন।
সূত্র: দ্য হিল।
এসআইএস/এমকেএইচ