ভারতে রাত পেরোতেই ১০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৫ মার্চ ২০২০

ভারতে মাত্র একরাতের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ পেরিয়েছে। শনিবার রাতেও দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৮০। কিন্তু, রোববার সকালেই এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৭ জন। এদের মধ্যে ১৭ জন বিদেশি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে অন্তত ৩১ জনের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, কেরালায় আক্রান্ত হয়েছেন ২২ জন।

ভারতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দু’জন। এর পরপরই করোনা সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু, আদৌ এ অর্থ তারা পাবেন কি-না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, সরকারি ঘোষণায় কোথাও ওই চার লাখ রুপির কথা বলা হয়নি।

করোনার প্রকোপ ঠেকাতে শনিবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশকীয় পণ্যের স্বীকৃতি দিয়েছে মোদি সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসবের উৎপাদন বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ পর্যন্ত ১৫৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্তে হয়েছেন অন্তত ১ লাখ ৫৬ হাজার ৯৪৮ জন, প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩৮৯ জন। আক্রান্তদের মধ্যে ৭৫ হাজার ৯৩৯ জনই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।