কারখানা বন্ধের ঘোষণা দিল ইতালির ফেরারি
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ মার্চ ২০২০
ইতালির বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি আগামী দুই সপ্তাহের জন্য তাদের দুটি কারখানায় উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে গোটা ইতালি এখন অবরুদ্ধ। তাই ‘মারাত্মক জটিলতায়’ পড়তে হচ্ছে জানিয়ে শনিবার ঘোষণাটি দেয় ফেরারি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী ফেরারি কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানায়, আগামী ২৭ মার্চ পর্যন্ত ম্যারানেলো এবং মোডেনা কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। ‘কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে নেওয়া বেশ কয়েকটি কঠোর ব্যবস্থার অনুসরণে কর্মীদের স্বার্থেই এই পদক্ষেপ।’
বিজ্ঞাপন
ইতালিতে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ঘটেছে লোম্বার্ডি অঞ্চলে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী অঞ্চলটিতে করোনায় ২ হাজার ২০০ জন সংক্রমিত হওয়া ছাড়াও আনুমানিক ২০০ জনের মৃত্যু হয়েছে। লোম্বার্ডির পরই খারাপ অবস্থা এমিলিয়িা-রোমাঙ্গা অঞ্চলের—যা ফেরারির নিজ এলাকা।
তবে চীনের পর নতুন এই করোনাভাইরাসে ইতালি সবচেয়ে বেশি আক্রান্ত হলেও এতদিন ধরে উৎপাদন চালিয়ে আসছিল ফেরারি। অথচ গত সপ্তাহ থেকে গোটা ইতালিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবশেষে উৎপাদন অব্যাহত রাখতে না পেরে ফেরারি তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ করলো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুইস ক্যামিলেরি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ফেরারি তার উৎপাদন কাজ পুনরায় শুরু করবে। এর আগে গত বুধবার ইতালির প্রসিদ্ধ আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট তাদের মূল কিছু স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪১ জন। মৃত্যুর সংখ্যা গতদিনের চেয়ে কমলেও আক্রান্ত বেড়েছে। একদিনে দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৯৭ করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা এখন ২১ হাজার ১৫৭।
এসএ/এমএস