করোনাভাইরাস : কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ ইউনিলিভারের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে বহুজাতিক ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। শুক্রবার প্রতিষ্ঠানটির তরফ থেকে বিভিন্ন দেশে তাদের বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মীদের বাড়িতে বসেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে এই নতুন বিধি-নিষেধ চালু হবে। করোনাভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন জোপ বলেছেন, এটা নজিরবিহীন সময়। বিশ্বজুড়ে দ্রুত গতিতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরেই বিশ্বের প্রায় ১৪৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৪২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৩৮। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ১৬৯ জন।

uniliver-2.jpg

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই ৮০ হাজার ৮৩২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৭৭ জন। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। সেখানে ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ২৬৬ জন।

এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৬৪ এবং মারা গেছে ৫১৪ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৬ এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। স্পেনে এই ভাইরাসে আক্রান্ত ৫ হাজার ২৩২ এবং ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে আলফাবেট, অ্যামাজন, ফেসবুক এবং মাইক্রোসফট তাদের প্রতিষ্ঠানের কর্মীদের অফিসে না এসে বাড়িতে বসেই কাজের নির্দেশ দিয়েছে। ওই একই পথে হাঁটছে ইউনিলিভার। তারাও নিজেদের কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।