করোনাভাইরাস : ফিলিপাইনের রাজধানীতে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৪ মার্চ ২০২০
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কারফিউ জারি করা হয়েছে। মেট্রো ম্যানিলার ১৬টি শহরে শনিবার রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিভিন্ন শপিংমলগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ কমাতেই এমন ঘোষণা দেয়া হয়েছে। দেশটিতে নতুন করে ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪। অপরদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ছয়জন।
বিজ্ঞাপন
দেশের স্বাস্থ্যগত জরুরি অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তিনি রাজধানীজুড়ে কোয়ারেন্টাইন ব্যবস্থা জারি করেছেন। ফিলিপাইনে বর্তমানে ১ কোটি ২০ লাখ মানুষের বসবাস।
এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির মহাব্যবস্থাপক জোসে আরতুরো গার্সিয়া বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের লোকজনের চলাচলে সীমাবদ্ধতা আনতে হবে। মেট্রো ম্যানিলায় আমরা লোকজনের চলাচল কমিয়ে আনছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশটিতে রোববার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সে কারণে ইতোমধ্যেই রাজধানীর লোকজনকে বাস স্টেশন এবং বিমানবন্দরে ভিড় জমাতে দেখা গেছে। প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে বৃহস্পতিবার স্থল ও আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছেন। আগামী রোববার থেকে তা চালু হবে। একই সঙ্গে তিনি আগামী ১২ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।
রাত্রিকালীন কারফিউ শুরু হবে রোববার এবং তা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। সব ধরনের মল এবং শপিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেবে স্থানীয় কর্তৃপক্ষ। তবে প্রয়োজনী জিনিস যেমন, মুদি দোকান, ব্যাংক এবং ফার্মেসি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার নতুন করে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিপাইনের স্বাস্থ্য দফতর। ফলে দেশটিতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
টিটিএন/এমকেএইচ