জাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন রোববার


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১০ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও নির্বাচন কমিশনার আবু বকর সিদ্দিক।

নির্বাচনে ৫০০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ও ৭৪ জন প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও প্রধান নির্বাচন কমিশনার আবু বকর সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ ও বিএনপিপন্থি শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ নামে আলাদা প্যানেল ঘোষণা করেছে। আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি শিক্ষকদের প্রত্যেক প্যানেল থেকে ৩৩ জন করে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এর বাইরেও ৮ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন।

এ সম্পর্কে জানতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’-এর সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন বলেন, ‘নির্বাচনে আমাদের অবস্থান ভাল, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী’।

সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির অনুসারী শিক্ষকরা আওয়ামী প্যানেল থেকে অংশ নিয়েছেন। যার মধ্যে বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন গ্রুপের শিক্ষকরা রয়েছেন।

‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে ২১ জন বিএনপিপন্থি, সাবেক উপ-উপাচার্য আফসার-মতিন (আওয়ামীপন্থি) গ্রুপের ৯ জন এবং প্রগতিশীলমনা গ্রুপের ৩ জন শিক্ষক নির্বাচনে অংশ নিয়েছেন।

‘সম্মিলিত শিক্ষক সমাজ’ গঠন প্রসঙ্গে ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, ‘আমরা আদর্শিকভাবে বিভিন্ন গ্রুপের হলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এক হয়েছি। শুধু সিনেট নির্বাচনে নয়, সামনের দিনে সব ধরনের প্রশাসনিক অপকর্ম ও অগণতান্ত্রিক কাজ আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।’

হাফিজুর রহমান/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।