পদ্মা সেতুতে কর্মরত বিদেশিদের বাড়তি নিরাপত্তার ঘোষণা


প্রকাশিত: ০২:৫০ পিএম, ১০ অক্টোবর ২০১৫

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছি। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। প্রধানমন্ত্রী নিজে এ প্রকল্পের কাজের খোঁজ খবর রাখেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকল বিদেশি নাগরিককে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শনিবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ঠিকাদারি প্রতিষ্ঠান,পরামর্শক প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সভায় এ ঘোষণা দেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেয়ার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাদের নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সদস্যরা কাজ করছে।

সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের খোঁজ নেয়ার জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছি। তাদের কোনো উদ্বেগ-উৎকন্ঠা রয়েছে কিনা তা জানার জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। কোনো বিদেশি নাগরিক তাদের উৎকন্ঠার কথা আমাকে জানায়নি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্পের নিবার্হী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের,পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেস ওয়ের প্রতিনিধি ব্রুজ হান্টার, ঠিকাদারী প্রতিষ্ঠান সিনো হাইড্রোর প্রতিনিধি চৈ প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।